
কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কমিটি পুনর্গঠন।
- -এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।
-
১৯ মার্চ( বুধবার) বুড়িচং উপজেলার মাদরাসায়ে আশরাফুল উলূম অডিটোরিয়ামে কুমিল্লা জেলা ক্বওমী মাদরাসা সংগঠন বুড়িচং উপজেলার উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ডেলিগেটদের প্রত্যক্ষ ভোটে ২০২৫/২৬ এর
সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হন।
এতে মাওলানা জহিরুল ইসলাম সেলিম সভাপতি এবং মাওলানা আনিসুর রহমান আশরাফী সেক্রেটারি নির্বাচিত হন।প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা মাও: ইসমাইল, পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ- সভাপতি মাও: সৈয়দ আব্দুল কাদের জামাল উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় (ইমাম-খতিবদের নিয়ে)একটি সহযোগী সংগঠের আত্ম প্রকাশ হয়। এতে আহবায়ক মাও: ইলিয়াস রাহমানী, যুগ্ম আহবায়ক মাও আল আমিন, সদস্য সচিব মাও:আবু মূসা সহ ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়।