০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে শহরের সর্ববৃহৎ এতেকাফের জাময়াত ও রমজানের শেষ জুমায় মুসল্লীদের আবেগঘনন অংশগ্রহণ।

কুমিল্লা কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে
শহরের সর্ববৃহৎ এতেকাফের জাময়াত ও রমজানের শেষ জুমায় মুসল্লীদের আবেগঘনন অংশগ্রহণ।

জি কে রাকিব,কুমিল্লা।

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে পবিত্র রমজানুল মোবারকে পবিত্র লাইলাতুল ক্বদরের বরকত হাসিলের উদ্দেশ্যে রমজানের শেষ দশকে সুন্নাতে নববীর এতেকাফের জামায়াতে প্রায় অর্ধশত মুসল্লী অবস্থান করছেন।অপরদিকে রমজানুল মোবারকের শেষ জুমায় মুসল্লীদের দ্বীনি আবেগময় উপস্থিতি ছিলো প্রাণজুড়নো পরিবেশ।খতিবের সাথে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
জুমার সালাত আদায় পূর্ব খুতবা আলোচনায়,অত্র মসজিদের খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী কুরআন হাদিসের আলোকে শরীয়তের বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।
ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত মুসল্লীর পাশাপাশি দূরদূরান্তের মুসল্লীগণও অংশ নেন।
সালাত পরবর্তী সময়ে দোয়া মোনাজাত করেন খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।
এসময় মোনাজাতে মহান রবের কাছে বিভিন্ন আর্জি চেয়ে দোয়ায় মুসল্লীদের কান্নার শব্দ যেন আরশচুম্বী। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো পরিবেশ। দেশ-জাতি,বিশ্ব শান্তি কল্যাণ প্রতিষ্ঠা, বিশেষ করে মাজলুল ফিলিস্তিন এবং ভারতসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।

Tag :
About Author Information

২০২৫ সালের ঈদুল আজহা: কুমিল্লায় ২৩,১৬৬টি কোরবানির পশু উদ্বৃত্ত থাকবে : বাসস

কুমিল্লা কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে শহরের সর্ববৃহৎ এতেকাফের জাময়াত ও রমজানের শেষ জুমায় মুসল্লীদের আবেগঘনন অংশগ্রহণ।

Update Time : ০৮:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

কুমিল্লা কান্দিরপাড়স্থ ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে
শহরের সর্ববৃহৎ এতেকাফের জাময়াত ও রমজানের শেষ জুমায় মুসল্লীদের আবেগঘনন অংশগ্রহণ।

জি কে রাকিব,কুমিল্লা।

কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদে পবিত্র রমজানুল মোবারকে পবিত্র লাইলাতুল ক্বদরের বরকত হাসিলের উদ্দেশ্যে রমজানের শেষ দশকে সুন্নাতে নববীর এতেকাফের জামায়াতে প্রায় অর্ধশত মুসল্লী অবস্থান করছেন।অপরদিকে রমজানুল মোবারকের শেষ জুমায় মুসল্লীদের দ্বীনি আবেগময় উপস্থিতি ছিলো প্রাণজুড়নো পরিবেশ।খতিবের সাথে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো এলাকা।
জুমার সালাত আদায় পূর্ব খুতবা আলোচনায়,অত্র মসজিদের খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী কুরআন হাদিসের আলোকে শরীয়তের বিভিন্ন দিকনির্দেশনা উপস্থাপন করেন।
ঐতিহাসিক এই মসজিদে নিয়মিত মুসল্লীর পাশাপাশি দূরদূরান্তের মুসল্লীগণও অংশ নেন।
সালাত পরবর্তী সময়ে দোয়া মোনাজাত করেন খতিব শায়েখ আব্দুল্লাহ আল-মামুন মোস্তফী।
এসময় মোনাজাতে মহান রবের কাছে বিভিন্ন আর্জি চেয়ে দোয়ায় মুসল্লীদের কান্নার শব্দ যেন আরশচুম্বী। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো পরিবেশ। দেশ-জাতি,বিশ্ব শান্তি কল্যাণ প্রতিষ্ঠা, বিশেষ করে মাজলুল ফিলিস্তিন এবং ভারতসহ বিশ্বের সকল নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।